দেবহাটা সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত

দেবহাটার সীমান্ত নদী ইছামতি নদীর সুশীলগাতী ও ভারতের সুভাষনগর এলাকার নদীর মাঝখানে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে ছিলেন ৩৪ বিজিবির দেবহাটা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল হাকিম ও ভারতের পক্ষে ছিলেন ১৬০ বিএসএফের হাসনাবাদ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বদ্দী প্রসাদ।

বাংলাদেশ ও ভারতের উভয়ের মধ্যে ৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের মধ্যে বৈঠকে চোরাচালান, মাদকদ্রব্য ও নারী শিশু পাচার প্রতিরোধ সহ সীমান্ত সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে বলে সূত্র জানায়। দুপুর ১২ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত বৈঠকটি অত্যন্ত সৌহাদ্যপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয় এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে উভয় দল একমত পোষন করেন।



মন্তব্য চালু নেই