দেশের প্রথম এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ শুরু

যাত্রাবাড়ী উড়াল সেতুর ঢালু থেকে মুন্সিগঞ্জের মাওয়া হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটার এলাকা জুড়ে চারলেন বিশিষ্ট দেশের প্রথম এক্সপ্রেসওয়ে প্রকল্পের বালু ভরাটের মাধ্যমে কাজের সূচনা করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার বিকেলে মুন্সিগঞ্জের লিংক রোড এলাকা কেরানীগঞ্জ পয়েন্ট থেকে এই কাজ শুরু করেন মন্ত্রী।

সেতুমন্ত্রী বলেন, রাজধানী ঢাকা এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে যাত্রী ও পণ্য পরিবহন নিরাপদে, সময় সাশ্রয়ী ও আরামদায়ক করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে প্রায় ৬২৫২.২৯ কোটি টাকা ব্যয়ে এই সড়ক নির্মাণ করা হচ্ছে।

তিনি বলেন, ভবিষতে এই সড়কের মিডিয়ান ব্যবহার করে মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা রয়েছে। আর ২০১৮ সালে পদ্মা সেতুর কাজের সঙ্গে সঙ্গে সম্পন্ন হবে এই সড়কের কাজ।



মন্তব্য চালু নেই