দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে

শরতের সন্ধ্যায় হঠাৎ বর্ষণে প্রকম্পিত রাজধানী ঢাকা। সন্ধ্যার পরপরই শুরু হয় এ বর্ষণ আর সঙ্গে মেঘের গর্জনও। এতে বিপাকে পরেন অফিস ফেরৎ লোকজন। যেখানে সামান্য বৃষ্টিতেই এখানকার রাস্তাঘাট তলিয়ে যায় সেখানে ভারি বর্ষণে এর চিত্র অবর্ণনীয়।

এদিকে সোমবারও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া আবহাওয়া অধিদপ্তর থেকে আরো জানানো হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটির বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।



মন্তব্য চালু নেই