দেশের সকল বিদ্যালয় ডিজিটাল করা হবে

দেশের সকল বিদ্যালয় ডিজিটাল করার পাশাপাশি প্রাথমিক পর্যায়ে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার। এই অধিকার বাস্তবায়নে আওয়ামী লীগ সরকার কাজ করছে। ৯৬ সালের ক্ষমতায় আসার পর আমরা শিক্ষার হার বাড়িয়েছিল। পরবর্তীতে বিএনপি-জামায়াত ও তত্ত্বাবধায়ক সরকারের আমলে সেই হার কমে যায়। ২০০৮ সালে আবার ক্ষমতায় আসার পর আমরা সেই হার বাড়িয়েছি।

শেখ হাসিনা বলেন, ২০০৮ সালে ক্ষমতায় আসার পর আমরা ২৬১৯৩টি বেসরকারি স্কুল-কলেজকে সরকারিকরণ করেছি। ৭২ সালের পর আর কেউ এটা করেনি।

শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের অর্জনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বই উৎসব, উপবৃত্তি, ঝরে পড়ার হার কমানো, শিক্ষা নীতিমালা সবই আওয়ামী লীগ সরকারের অর্জন।

তিনি বলেন, বছরের শুরুতে আমরা শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই দিয়েছে। যার নজির পৃথিবীর কোনো দেশে নেই।



মন্তব্য চালু নেই