দেশে অত্যাচার, নিপীড়ন বৃদ্ধি পাচ্ছে

বর্তমান সরকারের শাসন আমলে দেশে অন্যায়, অত্যাচার, নিপীড়ন ও বৈষম্য বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহাবুবুর রহমান।

শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত মাও সেতুংয়ের ৩৯তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সাভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘যে লক্ষ্যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম তা থেকে আমরা অনেক দূর সরে এসেছি। এ কারণে আজ ধনীরা আরো বেশি ধনী হচ্ছে এবং সরকারি প্রতিষ্ঠানসহ সব ক্ষেত্রে দুর্নীতি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।’

এ থেকে রেব হয়ে আসার জন্য আরেকটি মুক্তিযুদ্ধ প্রায়োজন বলেও মন্তব্য করেন তিনি।

মাও সেতুং সম্পর্কে তিনি বলেন, ‘তার (মাও সেতুং) নেতৃত্বে চীন সাম্রাজ্যবাদের হাত থেকে মুক্তি পেয়েছে। চীন যখন অর্থনৈতিকভাবে ধ্বংসের সম্মুখীন তখন মাও সেতুং নতুন করে অগ্রযাত্রা শুরু করেন। তাই মাও সেতুংকে চীনবাসী সারাজীবন মনে রাখবে।’

চীন-বাংলাদেশের সম্পর্ক বিষয়ে মাহাবুবুর রহমান বলেন, ‘দুদেশের সম্পর্ক, আদিম যুগের সম্পর্ক। এই সম্পর্ককে আরো মধুর করতে হবে। আমরা এ সম্পর্ককে আকাশচুম্বী পর্যায়ে নিয়ে যেতে চাই।’

গণস্বাস্থ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন- জাতীয় গণতান্ত্রিক পার্টির মহাসচিব মুস্তফা জামাল হায়দার, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আব্দুল কাদের ভূঁইয়া সংগঠনের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।



মন্তব্য চালু নেই