দেশে অস্ত্র নিয়ন্ত্রণে ওবামার একতরফা পদক্ষেপ

যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা রোধে অস্ত্র নিয়ন্ত্রণে একতরফা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

নতুন বছরের শুরুতে ওবামা তার প্রথম সাপ্তাহিক ভাষণে জানান, তিনি অ্যাটর্নি জেনারেল লরেট্টা লিঞ্চের সঙ্গে আলোচনা করে এই ব্যাপারে ব্যবস্থা নেবেন।

ওবামা বলেন, অস্ত্র নিয়ন্ত্রণে তিনি তার নির্বাহী ক্ষমতা ব্যবহার করবেন। কারণ, ইউএস কংগ্রেস এই সমস্যা প্রতিকারে ব্যর্থ হয়েছে।

তবে বিশ্লেষকরা বলছেন, বারাক ওবামার এই পদক্ষেপ অস্ত্র ব্যবহারকারী ও রিপাবলিকানদের তোপের মুখে পড়বে।

কিন্তু ওবামা দেশবাসীকে বলেছেন, তিনি অস্ত্র নিয়ন্ত্রণের ব্যাপারে বাবা-মা, শিক্ষক ও শিশুদের কাছ থেকে অনেক চিঠি পেয়েছেন এবং তারা জানতে চেয়েছেন এখনো কেন এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

ওবামা বলেন, ‘আমরা জানি সহিংসতামূলক সব কর্মকাণ্ড আমরা থামাতে পারব না। কিন্তু অন্ততপক্ষে একটি কর্মকাণ্ড থামানোর জন্যও কী ব্যবস্থা নিয়েছি? কংগ্রেস আমাদের শিশুদের অস্ত্রধারীদের হাত থেকে বাঁচাতে কী ব্যবস্থা নিয়েছে? কিছুই করেনি।’

তিনি জানান, তার প্রেসিডেন্সির মেয়াদে অস্ত্র আইন কঠোর করতে না পারাটা সবচেয়ে বড় হতাশাজনক।



মন্তব্য চালু নেই