দেশকে বাঁশের সাঁকো মুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশে উপজেলা পর্যায়ে পুল, কালভার্ট নির্মাণ করে ২০১৭ সালের পরে আর কোনো বাঁশের সাঁকো না রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য ৩ হাজার ৬৮৪ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক পরবর্তী এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব তথ্য জানান।

তিনি জানান, ৬৪ জেলার ৪৯৮টি উপজেলায় পুল ও কালভার্ট নির্মাণ করে বাঁশের সাঁকো না রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।



মন্তব্য চালু নেই