দেশ বাঁচাতে চাই বনায়ন

হিমালয়, পাহাড় আর সাগরে ঘেরা একটা ভূখন্ড। নাম বাংলাদেশ। যেখানে সূর্যটার বয়স ৪৫ বছর। ঠিক ৪৫ বছর পূর্বে স্বাধীন হয় দেশটা।

আজ সেই দেশ আইলা, সিডর, রোয়ানু নামক ঘূর্ণিঝড়ের দেশ। এমনটা হবার কারণ অনেক। অন্যতম একটা কারণ হচ্ছে পরিবেশ বিপর্যয়। আর এই বিপর্যয়ের কারণ দেশের জনসংখ্যার জ্যামিতিক হারে বৃদ্ধি। বর্ধিত জনসংখ্যার বাসস্থান, জ্বালানি চাহিদা মিটানোর জন্য ধ্বংস করা হচ্ছে মাইলের পর মাইল বন। গড়ে তোলা হচ্ছে অত্যাধুনিক শহর। কিন্তু, একটা দেশে যে ২৫% বনভূমি বা গাছপালা থাকা প্রয়োজন সে কথা বোধ হয় সবাই ভুলে গেছে।

একটা গাছ কাটলে সে জায়গায় অন্তত একটা চারাগাছ লাগানো দরকার।

উপকূলীয় অঞ্চলে বনায়ন কার্যক্রম জোরদার করা এখন অস্তিত্ব রক্ষার দাবি। তাহলে দূর্যোগকালে ক্ষয়ক্ষতি কমবে। এর জন্য বনায়নের বিকল্প নেই।

দেশটা সবুজে ভরে উঠুক আবার। বিশ্ব নতুন করে চিনুক বাংলাদেশকে।

লেখক :

আল-আমীন আপেল
শিক্ষার্থী, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ,
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর



মন্তব্য চালু নেই