দেড় শতাধিক রোহিঙ্গাকে ফিরিয়ে দিয়েছে বিজিবি

কক্সবাজারের মিয়ানমার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৬ নৌকাসহ দেড় শতাধিক রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার সন্ধ্যা ৭ টা থেকে মঙ্গলবার বেলা ৩টা পর্যন্ত সময়ে এসব রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকানো হয়।

এ সময় রোহিঙ্গাদের সহায়তার দায়ে টেকনাফের মোহাম্মদ আমিন (৩০), মোহাম্মদ ইব্রাহিম (৩২), মোহাম্মদ সেলিম (২০) ও উসমান (১৬) নামের ৪ দালালকে আটক করে উখিয়া থানায় সোপর্দ করা হয়।

কক্সবাজার ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, টেকনাফ উপজেলার চারটি পয়েন্ট দিয়ে রোহিঙ্গা বোঝাই ৬টি নৌকা বাংলাদেশে অনুপ্রবেশকালে প্রতিহত করেছে বিজিবির সদস্যরা।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী বলেন, মঙ্গলবার ভোরে রোহিঙ্গা বোঝাই ৬টি রোহিঙ্গা নৌকাকে প্রতিহত করা হয়েছে। তারা বাংলাদেশে ঢুকতে না পেরে মিয়ানমারে ফেরত যায়।

তিনি জানান, ১ নভেম্বর ২৯ নভেম্বর পর্যন্ত সর্বমোট ৪৯৩ জন রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিহত করা হয়েছে। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।

উখিয়া থানার ওসি আবুল খায়ের বলেন, আটক দালালদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে গত ৯ অক্টোবর থেকে স্থল ও জলসীমান্ত দিয়ে প্রায় ১৫ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই