দৈনন্দিন টুকিটাকি সমস্যার সমাধান

দৈনন্দিন কাজে টুকিটাকি ঝামেলা থাকেই। প্রতিকার জানা না থাকলে সমাধানের আশা ছেড়ে দিতে হয়। অথচ সামান্য কৌশলে সমস্যাগুলোর সমাধান অনেক সহজে হয়। চলুন ঝটপট দেখে নেয়া যাক অস্বস্তিকর কিছু সমস্যা সমাধানে স্মার্ট কিছু কৌশল।

কাপড়ে চুইং গামের আঠা

কাপড়ে চুইং গামের আঠা লেগে গেলে তোলা খুবই মুশকিল। অথচ বুদ্ধি থাকলে আঠা উঠবে সহজে। আঠা লাগা কাপড়টি ফ্রিজে এক ঘণ্টা রেখে দিন। এরপর ফ্রিজ থেকে বের করে টান দিলেই আঠা উঠে যাবে। আবার গরম পানির ভেতর দিলেও আঠা উঠে যাবে সহজে।

পেঁয়াজের ঝাঁঝে চোখে পানি

পেঁয়াজ কাটার সময় চোখে পানি আসার অভিজ্ঞতা কমবেশি সবারই আছে। পেঁয়াজ কাটার সময় চিউইং গাম চিবাতে পারেন, চোখে আর পানি আসবে না।

দ্রুত আলু সেদ্ধ

আলু সেদ্ধ করতে মোটামুটি একটু বেশি সময় লাগে। হাতে সময় কম থাকলে আলুর একপাশের খোসা ছিলে সেদ্ধ করতে দিন। তাড়াতাড়িই সেদ্ধ হয়ে যাবে আলু।

কাপড়ে কালির দাগ

কাপড়ে কালির দাগ লেগে যাওয়াটা খুবই বিব্রতকর। আপনার পছন্দের কাপড়ে লেগে যাওয়া কালির দাগ তুলতে টুথপেস্ট লাগিয়ে নিন। সম্পূর্ণ শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। দেখবেন দাগ উধাও হয়ে যাবে।



মন্তব্য চালু নেই