‘দ্বিতীয় জীবনে’র প্রথম টুর্নামেন্ট থেকে বাদ শারাপোভা

এত দ্রুত ফিরে আসবেন হয়তো নিজেও জানতেন না। ড্রাগ-কাণ্ড পেছনে ফেলে শারাপোভা সত্যি সত্যি ফেরেন স্টুটগার্ট টুর্নামেন্ট দিয়ে। নতুন জীবনের প্রথম লড়াইয়ে জয় দিয়ে শুরু করেন। সেমিতেও উঠে যান। তারপর আর পারলেন না। ক্রিস্টিনা ম্লাডেনোভিকের কাছে হেরে বিদায় নিতে হয়েছে তাকে।

পাঁচবারের গ্র্যান্ডস্লাম জয়ী ৩০ বছরের সুন্দরী এদিন ৩-৬ ৭-৫ ৬-৪ সেটে হেরে যান। বছর তেইশের ম্লাডেনোভিক ফাইনালে জার্মানির লউরার মুখোমুখি হবেন। রবিবার।

শারাপোভা এই টুর্নামেন্টে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে খেলতে এসেছিলেন। ফাইনালে উঠতে পারলে ফ্রেঞ্চ ওপেনের জন্য কোয়ালিফাইড হতেন।

এই হারের কারণে ২০০ র‌্যাঙ্কিংয়ের ভেতর থেকে ছিটকে পড়বেন তিনি। সুতারং প্যারিসের টুর্নামেন্ট খেলতে হলে তাকে আরেকটি ওয়াইল্ড কার্ড পেতে হবে। ওই টুর্নামেন্ট শুরু হবে ২৮ মে।

১৬ মে শারাপোভা জানতে পারবেন আসলেই তিনি ফ্রেঞ্চ ওপেনের জন্য ওয়াইল্ড কার্ড পাবেন কি না।



মন্তব্য চালু নেই