দ্বিতীয় রাউন্ডে দারুণ উন্নতি সিদ্দিকুরের

প্রথম রাউন্ডে সিদ্দিকুরের পারফরম্যান্স ছিল হতাশার। ৬০ জনের মধ্যে ৫৬তম হয়েছিলেন তিনি। পারের চেয়ে চার শট বেশিও খেলেছিলেন। কিন্তু দ্বিতীয় রাউন্ডে বেশ উন্নতি হয়েছে বাংলাদেশি এই গলফারের পারফরম্যান্সে।

শুক্রবার রাতে রিও অলিম্পিকের গলফে সিদ্দিকুর পারের চেয়ে এক শট কম খেলেন। এতে এক লাফে উঠে আসেন ২২তম স্থানে। অবশ্য দুই রাউন্ড মিলে পারের চেয়ে তিন শট বেশি খেলেছেন তিনি।

প্রথম বাংলাদেশি হিসেবে সরাসরি অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন সিদ্দিকুর। শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞের উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় পতাকাও বহন করেছেন তিনি।

দেশের প্রথম পেশাদার গলফার সিদ্দিকুর এ পর্যন্ত দুটি এশিয়ান ট্যুরের শিরোপা জিতেছেন। খেলেছেন দেশে-বিদেশে বহু আন্তর্জাতিক টুর্নামেন্টেও। সে ধারাবাহিকতায় এবার অলিম্পিকেও অংশ নেওয়ার সুযোগ পান তিনি।

র‍্যাংকিংয়ের সেরা ৬০ গলফার সরাসরি অংশ নেওয়ার সুযোগ পান অলিম্পিকে। আন্তর্জাতিক গলফ ফেডারেশনের প্রকাশিত র‍্যাংকিংয়ে সিদ্দিকুরের স্থান ৫৬তম। তাই সরাসরি রিওতে যাওয়ার সুযোগ পেয়েছেন তিনি। অবশ্য এত দিন শুধু ‘ওয়াইল্ড কার্ড’ নিয়েই অংশগ্রহণের সুযোগ পেয়েছেন বাংলাদেশিরা।



মন্তব্য চালু নেই