দ্রব্যমূল্য যাচাই করতে বড় বাজার পরিদর্শন করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের বাজার সহনীয় রাখতে জেলা প্রশাসক নাজমুল আহসান সাতক্ষীরার বৃহত্তম সুলতানপুর বড় বাজার পরিদর্শন করেন।

শনিবার বেলা ১২টায় সুলতানপুর বড় বাজারের বিভিন্ন স্টোরসহ বিভিন্ন মুদি দোকান, কাঁচাবাজার, মাছ ও মাংসের বাজার পরিদর্শন করেন তিনি।

এসময় তিনি ক্রেতা-বিক্রেতা উভয়ের সাথে কথা বলেন এবং পণ্যের দাম শুনে সস্তোষ প্রকাশ করেন। তবে গত কয়েক দিনের বৃষ্টির কারণে দ্রব্য মূল্যের বাজার কিছুটা উর্দ্ধগামী হয়ে পড়েছে।

বাজার ঘুরে দেখা যায়, বাজারে মোটা চাউলের দাম ছিল ২৭-৩০ টাকা, মাঝারি চাউল ৩২-৩৫ টাকা, চিকন চাউল ৪৪-৫০ টাকা, আটা (লুজ) ২৮ টাকা, ময়দা (লুজ) ৩৪ টাকা, সয়াবিন তেল (লুজ) ৭৮টাকা, মুসুর ডাউল ১০৬ টাকা, চিনি ৩৯ টাকা, পিয়াজ ৪৫ টাকা, রসুন ৬০টাকা, শুকনা ঝাল ১৮০ টাকা, ফার্মের মুরগী ১৬০টাকা, গরুর মাংশ ৩৫০টাকা। এছাড়া কাঁচা বাজারে বেগুনের দাম ছিল কেজি প্রতি ৬৫-৭০ টাকা, কাঁচা ঝাল ১০০টাকা, পেপে ২৫টাকা, পটল ২২টাকা, টমেটো ৮০টাকা, শসা ৩০টাকা, ঢ্যাড়স ২০টাকা, দরে বিক্রি হচ্ছে।

বাজার মূল্য পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর মেয়র আলহাজ্ব এম.এ জলিল, সিভিল সার্জন ডাঃ সালেহ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন, জেলা মার্কেটিং অফিসার আকমল হোসেন, শহর কাঁচা বাজার সমিতির সাধারণ সম্পাদক রওশন আলী প্রমুখ।



মন্তব্য চালু নেই