ধরা পড়ল দৈত্য এলিয়েন মাছ!

এক জাপানি জেলে পূর্ব রাশিয়ার নিকটবর্তী দ্বীপ হক্কাইডো থেকে ধরেছে সমুদ্রের দৈত্য এলিয়েন মাছ (giant alien fish) নামে খ্যাত এক মাছ। জেলে প্রকাণ্ড মাছটি সমুদ্র থেকে টেনে তোলার পর নিজেই আশ্চর্য হয়ে গেলেন।

আতঙ্কজনক জীবটি এ পর্যন্ত পাওয়া বৃহত্তম বেরিং নেকড়ে মাছে (bering Wolffish) হিসেবে রেকর্ড গড়েছে বলে চিহ্নিত করা হয়েছে। নেকড়ে মাছ (Wolffish) সাধারণত শুধুমাত্র ১১২ সেন্টিমিটার পর্যন্ত লম্বা এবং ১৫ কেজি ওজন হয়ে থাকে, কিন্তু ছবিতে দেখা যাওয়া মাছটি ২ মিটার লম্বা এবং ওজন কত হতে পারে বলে অনুমান আপনার অনুমান?

এই মাছের মাথা তার শরীরের প্রায় পাঁচ ডাবল এবং এই জন্তু তার মুখের মধ্যে মুখ বড় না করেই একটি মানব শিশু অনায়াসে বসে থকতে পারবে।

কিন্তু মজার কথা হচ্ছে তাদের বিকট রূপ ও ভয়ানক নাম সত্ত্বেও শুধুমাত্র চিংড়ি ও কাঁকড়াজাতীয় প্রাণী এদের খাদ্য। আসলে এই মানুষই এই মাছের জন্য বিপজ্জনক। কারণ মাছটি হয়তো কিছু সময় পরেই মানুষে লাঞ্চের টেবিলে শোভা বর্ধন করবে।-সূত্র: ডেইলি স্টার, ইউকে।



মন্তব্য চালু নেই