ধর্মগুরু হত্যায় রাবি শিক্ষার্থী আটক

পঞ্চগড়ের দেবীগঞ্জে হিন্দু ধর্মগুরুকে গলা কেটে হত্যায় জড়িত সন্দেহে আরও একজনকে আটকের কথাজানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, আটক নাজমুস সাকিব দেবীগঞ্জ সদরের মধ্যপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

এ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আইযুব আলী মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, “সোমবার বিকালে দেবীগঞ্জ সদরের মধ্যপাড়া থেকে সাকিবকে আটক করা হয়। তাকে খুনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

এর আগে গত রোববার সকালে দেবীগঞ্জের সোনাপোতা গ্রামের সন্তগৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পালানোর সময় তাদের গুলি ও বোমায় আহত হন আরও দুজন।

এ ঘটনায় নিহতের বড় ভাই রবীন্দ্রনাথ একটি হত্যা মামলা করেন। অস্ত্র ও বিস্ফোরক আইনে পুলিশ আরেকটি মামলা করে। দুই মামলাতেই অজ্ঞাতপরিচয় তিনজনকে আসামি করা হয়।

হত্যাকাণ্ডের পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এর আগে দুই ‘জেএমবি সদস্য’সহ তিনজনকে আটকের কথা জানিয়েছে দেবীগঞ্জের পুলিশ।



মন্তব্য চালু নেই