ধর্মঘটের সমর্থনে ঢাবির বিভিন্ন ভবনে ছাত্রদলের তালা

বিদেশে অর্থ পাচারের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে উচ্চ আদালতের দেয়া কারাদণ্ডের বিরুদ্ধে কেন্দ্রীয় সংসদের ডাকা ধর্মঘটের সর্মথনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনে তালা দিয়েছে শাখা ছাত্রদল।

রোববার ভোরে এ তালা দেয়া হয়। এরপর সকাল ৭টার দিকে তালাগুলো ভেঙে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা গেছে, ধর্মঘটের সর্মথনে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, এনেক্স ভবন, মোকাররম ভবনে তালা দেয় ছাত্রদলের কর্মীরা। অন্যদিকে কলা ভবন ও সামাজিক বিজ্ঞান ভবনের তালা সমূহে সুপার গ্লু দেয়া হয়। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন তালা সমূহ ভেঙে দেয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বলেন, কয়েকটি ভবনে তালা দেয়া হয়েছিল, তবে সকালে সেগুলো ভেঙে দেয়া হয়েছে।

এদিকে ছাত্রদলের ধর্মঘট থাকলে পূর্বঘোষিত বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা এবং ক্লাস সমূহ অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

অন্যদিকে ধর্মঘটের সর্মথনে গতকাল রাত পৌনে ১টার দিকে কার্জন হলে পোস্টার লাগানোর সময় ছাত্রদলের এক নেতাকে ধরে পুলিশে দেয় ছাত্রলীগ।



মন্তব্য চালু নেই