ধর্মীয় বিশ্বাস নিয়ে পোপের মন্তব্য লজ্জাকর: ট্রাম্প

ধর্মীয় বিশ্বাস নিয়ে করা পোপ ফ্রান্সিসের মন্তব্যকে লজ্জাকর বলে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন ‘একজন ধর্মীয় নেতা হয়ে কারো বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলা লজ্জাকর।’

বৃহস্পতিবার স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প এমন মন্তব্য করেন। খবর বিবিসির।

নিউ ইয়র্কের ব্যবসায়ী ট্রাম্প বৈধ কাগজপত্র ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসরত ১ কোটি ১০ লাখ মেক্সিকানকে বের করে দেয়ার জোরালো মত দিয়ে আসছেন।

সীমান্তে দেয়াল তোলার পক্ষে তার যুক্তি, মেক্সিকো ‘ধর্ষক আর অপরাধীদের’ আমেরিকায় পাঠাচ্ছে।

ছয় দিনের মেক্সিকো সফর শেষে বৃহস্পতিবার রোম ফেরার পথে ট্রাম্প সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সাংবাদিকদের পোপ ফ্রান্সিস বলেন, “যে লোক সেতু নির্মাণের কথা না ভেবে কেবল দেয়াল তোলার কথা বলেন, সে খ্রিস্টান নয়। গসপেলে ওই শিক্ষা দেওয়া হয়নি। তিনি কখনো খ্রিস্টান হতে পারেন না।”

পোপের এমন মন্তব্যের জবাবে সাউথ ক্যারোলাইনার সমাবেশে ট্রাম্প বলেন, ‘কোনো নেতার, বিশেষত ধর্মীয় নেতাদের অন্যের বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলার কোনো অধিকার নেই’।

মেক্সিকো সরকারের সমালোচনা করেন ট্রাম্প বলেন, মেক্সিকো সরকার পোপকে ঘুঁটি হিসেবে ব্যবহার করছে। এসময় প্রায় ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করার আবারও জোর সমর্থন করেন তিনি।



মন্তব্য চালু নেই