ধর্ষণে অভিযুক্ত এমপি, দল থেকে বহিষ্কার

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিআইএম) এক সংসদ সদস্যর বিরুদ্ধে। আর সে কারণেই ভারতের ত্রিপুরা রাজ্য কমিটি দল থেকে বহিষ্কার করে অমরপুরের বর্তমান সংসদ সদস্য মনোরঞ্জন আচার্যকে।

বৃহস্পতিবার রাতে সিপিআইএম’র ত্রিপুরা রাজ্য কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

দল থেকে বহিষ্কারের পাশাপাশি মনোরঞ্জনকে সংসদ সদস্যের পদ থেকেও পদত্যাগ করতে নির্দেশ দেয় সিপিআইএম। সেই নির্দেশ মেনে পদত্যাগও করেছেন এ সাংসদ।

এদিকে সিপিআইএম’র সংসদ সদস্য মনোরঞ্জন আচার্যকে গ্রেপ্তারের দাবি তুলেছে বিরোধীরা। বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মণ জানিয়েছেন, সিপিআইএম’র অধঃপতন নতুন কিছু নয়। অনন্ত পাল নামে এক সংসদ সদস্যকে আগেও সিপিআইএম একই অভিযোগে বহিষ্কার করেছিল। বর্তমানে এক প্রাক্তন সংসদ সদস্য নিজের স্ত্রীকে হত্যার দায়ে জেলহাজতে রয়েছেন।



মন্তব্য চালু নেই