ধাওয়ান-বিজয়ের রেকর্ড রানের জুটি

বাংলাদেশের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে ব্যাট করছে ভারত। উদ্বোধনী জুটিতে মুরালি বিজয় ও শেখর ধাওয়ান মিলে ২৩৯ রান তুলে প্রথম দিন শেষ করেন। দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। তৃতীয় দিনে তারা দুজন মিলে ২৮৯ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন। এই রান করার মাধ্যমে তারা একটি রেকর্ডও গড়েছে।

টেস্টে ভারতের সর্বোচ্চ উদ্বোধনী রানের জুটির দিকে দিয়ে তারা নিজেরাই নিজেদের ছুঁয়েছেন। এর আগে ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ধাওয়ান ও বিজয় মিলে উদ্বোধনী জুটিতে ২৮৯ রান তুলে রেকর্ড গড়েছিলেন। যা ছিল ভারতের টেস্ট ইতিহাসে উদ্বোধনী জুটিতে তৃতীয় সর্বোচ্চ রান। শুক্রবার ফতুল্লায় একই রান করেন তারা দুজন। ব্যক্তিগত ১৭৩ রানে সাকিব আল হাসানের বলে শেখর ধাওয়ান আউট হলে ভারতের উদ্বোধনী জুটির যবনিকাপাত ঘটে। মুরালি বিজয়ও ১৫০ রানে সাকিবের বলে আউট হন।

ভারতের উদ্বোধনী জুটিতে রেকর্ড রানের তালিকা :
খেলোয়াড়দ্বয়                      রান               প্রতিপক্ষ            সাল
মানকাদ-পি রায়                  ৪১৩             নিউজিল্যান্ড        ১৯৫৬
দ্রাবিড়-শেবাগ                     ৪১০             পাকিস্তান           ২০০৬
ধাওয়ান-বিজয়                    ২৮৯             বাংলাদেশ          ২০১৫
ধাওয়ান-বিজয়                    ২৮৯             অস্ট্রেলিয়া           ২০১৩
গাম্ভীর-শেবাগ                     ২৩৩             শ্রীলঙ্কা              ২০০৯



মন্তব্য চালু নেই