ধামরাইয়ে ১৯শ’৭৭ বোতল ফেনসিডিলসহ একটি পরিত্যক্ত প্রাইভেটকার উদ্ধার

টিপু সুলতান (রবিন) : ধামরাইয়ের কালামপুরে পরিত্যক্ত অবস্থায় ১৯শ’৭৭ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটাকার উদ্ধার করেছে র্যা ব ৪ এর নবীনগর ক্যাম্প।
মঙ্গলবার ভোরে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের কালামপুর বাস স্ট্যান্ডের বিপরীতে পরিত্যক্ত অবস্থায় একটি প্রাইভেটকারের ভিতর থেকে ১৯শ’৭৭ বোতল ফেসিডিল উদ্ধার করা হয়।
র্যা ব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিত্যক্ত অবস্থায় থাকা প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ১৯শ’৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ফেনসিডিলসহ প্রাইভেটকার রেখে পালিয়ে গেছে। মাদক ব্যবসায়ী আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে বলেও জানান র্যা ব।
র্যা ব ৪এর কোম্পানী কমান্ডার মেজর মাসুদুর রহমান জানায়, তার নেতৃত্বে গোপন সংবাদের ভিতিত্বে গতকাল রাতে ধামরাইর কালামপুর বাসষ্ট্যান্ডে পরিত্যক্ত অবস্থায় ছাই কালারের একটি প্রাইভেট কার ঢাকা মেট্রো গ (১৪-২৫৩৬) জব্দ করা হয়। এসময় ওই প্রাইভেটকারের ভিতর থেকে ১৯শ’৭৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ১১ লক্ষ ৮৬ হাজার দুই শত টাকা।
এছাড়া এই মাদকের সাথে যারা সমপৃক্ত তাদের ধরতে র্যা বের অভিযান অব্যাহত আছে বলেও জানান র্যড়বের এই কর্মকর্তা।
এঘটনায় সংশ্রিষ্ট থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



মন্তব্য চালু নেই