ধূমপানেও সুস্থ ফুসফুস, অবশেষে সেই রহস্যভেদ (ভিডিও)

‘ধূমপানে বিষপান’, ‘ধূমপানে ক্যানসার হয়’ ইত্যাদি স্লোগান প্যাকেটের গায়ে লিখে, নানাভাবে প্রচারণা চালিয়েও ধূমপায়ীদের সংখ্যা উল্লেখ্যযোগ্য হারে কমানো যায়নি। কী আছে এই সিগারেটের মধ্যে যে মানুষের এমন দুর্বার আসক্তি! আবার সারাজীবন ধূমপান করেও অনেকে দিব্যি সুস্থ আছে। এ এক রহস্য!

অবশেষে এই রহস্যের সমাধারণ করেছেন বিজ্ঞানীরা। অত্যধিক ধূমপানের কারণ খুঁজে পেয়েছেন ব্রিটেনে বিজ্ঞানীদের একটি দল। এজন্যে তারা দায়ী করেছেন মানুষের শরীরের বিশেষ একটি জিনকে।

তারা বলছেন, ওই জিনটির কারণেই কিছু মানুষ সিগারেটের নেশায় অতিরিক্ত মাত্রায় আসক্ত হয়ে থাকে।

চিকিৎসা বিষয়ক আন্তর্জাতিক সাময়িকী দ্য ল্যান্সেটে প্রকাশিত এই গবেষণা প্রতিবেদনে বিজ্ঞানীরা বলছেন, সারা জীবন ধরে ধূমপান করার পরেও কোনো কোনো মানুষের ফুসফুস কেনো ভালো থাকে, তার রহস্য উন্মোচন করতেও তারা সক্ষম হয়েছেন।

ব্রিটেনে ৫০ হাজারের মতো লোকের কাছ থেকে পাওয়া তথ্য-উপাত্তে ওপর গবেষণা চালিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছেন বিজ্ঞানীরা।

Teen-girl-smoking-cropped-shutterstock_108536432

 

ভিডিও:



মন্তব্য চালু নেই