ধূমপান করলে ৭ বছরের জেল!

সিগারেটের মুখে আগুন দেয়ার আগে চারপাশটা ভালো করে দেখে নিন, আপনার ধারেকাছে কোনো শিশু নেই তো? কারণ আশপাশে শিশু রয়েছে এমন অবস্থায় সিগারেটে সুখটান দিয়ে ধরা পড়লেই ৭ বছরের জেল।

এমনকি কোনো শিশুকে নিয়ে সিগারেট কিনে ধরা পড়লেও একই শাস্তি, অর্থাৎ ৭ বছর জেল। এমন নিয়মই আনছে ভারত সরকার।

দেশটির নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মানেকা গান্ধী এই সাবধানী বার্তাকে সবার কাছেই পৌঁছে দিতে চান। এমনকি সিগারেটের প্যাকেটেও এই সতর্ক বার্তা রাখার কথা জানিয়েছেন তিনি।

তবে মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই