নওগাঁর আত্রাইয়ে বাংলা ভাইয়ের সহযোগী আবুল মাস্টার গ্রেফতার

নওগাঁর আত্রাই উপজেলার বিহারিপুর (পাঁচপাকিয়া) এলাকায় অভিযান চালিয়ে বাংলা ভাইয়ের উন্নতম সহযোগী আবুল মাস্টার (৪৫) নামে তালিকাভুক্ত এক জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, জেএমবি সদস্য আবুল মাস্টার উপজেলার ইসলামগাঁথী গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে। এ তথ্য নিশ্চিত করে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা-আল মাউসুদ চৌধুরী জানান, ২০০৪ সালে জেএমবির উত্থান হয় এলাকায়। সে সময় বাংলা ভাই সর্বহারা নিধন নামে অবৈধ্য হত্যাযজ্ঞ মারপিট, লুটতরাজ, ভাংচুরে মেতে উঠেন।
এ সমস্ত কর্মকান্ডে আবুল মাস্টার সক্রিয় অংশ গ্রহন করেন। দীর্ঘদিন ধরে আবুল মাস্টার পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা তদন্ত অফিসার শামসুল আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তাকে গ্রেফতার করে।
আবুল মাষ্টার বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী ছিলেন। তার বিরুদ্ধে থানায় হত্যাসহ ৫টি মামলা রয়েছে।



মন্তব্য চালু নেই