নওগাঁর পত্নীতলায় আন্তর্জাতিক সিভিল সার্ভিস দিবস পালিত

বুলবুল চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ আন্তর্জাতিক সিভিল সার্ভিস দিবস-২০১৬ উদযাপন উপলক্ষে নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এর আয়োজনে প্রাণী সম্পদ অধিদপ্তর, বাংলাদেশ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সহযোগীতায় বৃহস্পতিবার সকালে উপজেলার মাহমুদপুর মধ্যপাড়ায় গবাদি পশু, হাঁস-মূরগীর টিকা, প্রাথমিক চিকিৎসা সেবা কর্মসূচী ও পরামর্শ প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মজিদ এর নেতৃত্বে ভ্যাটেনারী সার্জন ডাঃ আমিনুল ইসলাম, ভিপিএ সাইদুন নবী, এআইডব্লিউ মোতালেব হোসেন উপস্থিত থেকে উক্ত এলাকার দুই শতাধিক গবাদি পশু, হাঁস-মূরগীর ফ্রি টিকা প্রদান, প্রাথমিক চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, অত্র এলাকার সাবেক ইউপি সদস্য (মেম্বার) সিদ্দিকুর রহমান সহ অন্যান্য সূধীজন প্রমূখ।

উক্ত গবাদি পশু, হাঁস-মূরগীর ফ্রি টিকা প্রদান, প্রাথমিক চিকিৎসা সেবা ক্যাম্পে ছাগলের পিপিআর, গরুর তর্কা, হাঁস-মূরগীর রাণীক্ষেত রোগের ভ্যাকসিন সহ অন্যান্য রোগের ফ্রি চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করা হয়।



মন্তব্য চালু নেই