নওগাঁর পত্নীতলায় বিএনপির ৩টি গ্রুপের পাল্টা-পাল্টি প্রতিষ্ঠা বার্ষিকী পালন!

Patnitala pic 01-09-16পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ৩টি গ্রুপ পাল্টা-পাল্টি পালন করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে, উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড কাচাঁবাজার সংলগ্ন পত্নীতলা থানা ও তৃণমূল বিএনপি প্রতিষ্ঠা বার্ষির্কী উদযাপন কমিটি আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে, সাবেক থানা বিএনপির সিনিয়র সভাপতি আনিছুর রহমান শেখের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ নওগাঁ জেলা শাখা সভাপতি ভি.পি আবু তাহের চৌধুরী (মন্টু)। বিশেষ অতিথির বক্তব্য দেন শিহাড়া ইউপি বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল কবির, মাটিন্দর ইউপি বিএনপির যুবদলের সাবেক সভাপতি রায়হানুল কবির, থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আতোয়ার রহমান, কৃঞ্চপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুস ছামাদ প্রমুখ।

অপরদিকে, নজিপুর বাসস্ট্যান্ড ধামইর রোডে দুপুর ১২টায় কেক কেটে ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন ও আলোচনা সভায় সাবেক থানা বিএনপির সভাপতি মাসুদ করিম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক রফিকুল ইসলাম (লিটন)। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাদেকুল বারী, নজিপুর ইউপির সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান (মিন্টু), নজিপুর পৌর বিএনপির সাবেক সভাপতি সামছুল আলম নবাব, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল খালেক, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মাসুদ রানা, পৌর বিএনপির দপ্তর সম্পাদক এজেড মিজান, নজিপুর পৌর ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম, থানা ছাত্রদলের সভাপতি শাহির হোসেন শিপু, নজিপুর পৌর কাউন্সিলর আপেল মাহমুদ ও ওবায়দুল ইসলাম নান্টু প্রমুখ। আলোচনা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালির প্রস্তুতিকালে থানা পুলিশ তাদের বাধা প্রয়োগ করেন ও ব্যানার কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

অন্যদিকে, বিকেল ৫টায় থানা বিএনপির কার্যালয়ের সামনে নজিপুর সরদারপাড়া মোড়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও ধামইরহাট-পত্নীতলাা আসনের সাবেক এমপি সামসুজ্জোহা খান (জোহা)।



মন্তব্য চালু নেই