নওগাঁয় ধানের ক্ষেত থেকে ৫শ বোতল চোলাই মদ উদ্ধার

কাজী আনিছুর রহমার, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর নওহাটা পুলিশ ফাঁড়ি এলাকার মাদকের স্পট হিসাবে পরিচিত তিনটি গ্রামের মাঠের ধানের ক্ষেতে অভিযার চালিয়ে বিপুল পরিমান (প্লাষ্টিকের বড় ২২ টি জার্কিন ও এন্যার্জি ডিংকস এর ৫০০ বোতল ) চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করেছে পুলিশ।

নওহাটা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই আমিনুল জানান, মহাদেবপুর থানার ওসি তদন্ত’র নেতৃত্বে এস আই আমিনুল,এটি এস আই মেহেদি ও শামিমসহ ফাঁড়ি পুলিশের দল বুধবার বিকেলে চেরাগপুর,ঋষিপাড়া, বেলঘড়িয়া ও পিড়াপাহানপাড়া গ্রামের ধানের ক্ষেতে সারাসী এক অভিযান চালিয়ে মাঠের ক্ষেতের ভেতর লুকিয়ে রাখা অবস্থায় বিপুল পরিমান (প্লাষ্টিকের বড় ২২ টি জার্কিন ও এন্যার্জি ডিংকস এর ৫০০ বোতল ) ভর্তি চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করেন।

এস আই আমিনুল আরো জানান, বিপুল পরিমাণ মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করা হলেও উদ্ধারের সময় মাদক তৈরি বা বিক্রয় এর সাথে জরিত কাউকে আটক করা যায়নি। পুলিশ পৌঁছার পূর্বেই জরিত ব্যক্তিরা পালিয়েছে। উদ্ধার করা চোলাই মদ ও মদ তৈরির উপকরণগুলো সন্ধ্যায় করা হয়েছে বলেও তিনি প্রতিবেদককে জানিয়েছেন।



মন্তব্য চালু নেই