নওগাঁ হাসপাতাল থেকে আরো গ্রেনেড ও গুলি উদ্ধার

নওগাঁ সদর হাসপাতালে খনন কাজের ২য় দিনে পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে আরো ২ গ্রেনেড ও ৪৪টি গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে নির্মাণ শ্রমিকরা হাসপাতালের নব নির্মিত ভবনের ভিত খনন করতে গিয়ে এ গুলির সন্ধান পান।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকিরুল ইসলাম জানান, স্বাধীনতাযুদ্ধের সময় নওগাঁ সদর হাসপাতালে পাক সেনারা ক্যাম্প করেছিল। ধারণা করা হচ্ছে তখন তারা গুলি, গ্রেনেড ও ব্যাচগুলো লুকিয়ে রেখেছিল। পরিত্যক্ত ২টি গ্রেনেড ও ৪৪টি গুলি উদ্ধার করে নওগাঁ সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার পিস্তলের ১২টি ও ৩৫টি থ্রিনটথ্রি রাইফেলের গুলি, ৭টি হান্ড গ্রেনেড, পাঞ্জাব রেজিমেন্টের একটি সোল্ডার ব্যাচ ও একটি চেস্ট ব্যাচ পাওয়া যায়।



মন্তব্য চালু নেই