নওয়াজ শরীফের বিরুদ্ধে আইন অবমাননার অভিযোগ

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বিরুদ্ধে আইন অবমাননার অভিযোগ এনেছেন এক ব্যক্তি। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইংরেজীতে ভাষণ দিয়ে তিনি আইন লঙ্ঘন করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পাকিস্তানী গণমাধ্যম ডন জানিয়েছে, মিয়ান জাহিদ ঘানি নামের এক ব্যক্তি সুপ্রিম কোর্টে নওয়াজ শরীফের বিরুদ্ধে ওই অভিযোগ দায়ের করেছেন। তিনি যুক্তি দেখিয়ে বলেছেন, গত ৮ সেপ্টেম্বর ‍সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে অফিসিয়াল ও অন্যান্য কাজে উর্দু ব্যবহারের যে নির্দেশনা দিয়েছে, জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইংরেজীতে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী যে নির্দেশনা উপেক্ষা করেছেন।

অভিযোগে ঘানি উল্লেখ করেন, রাশিয়া, চীন, জাপান, ভারত, কিউবা, ইরান ও ইউক্রেনের নেতারা একই অধিবেশনে তাদের নিজ নিজ ভাষায় ভাষণ দিয়েছেন। কিন্তু নওয়াজ শরীফ উর্দুতে ভাষণ না দিয়ে ইংরেজীতে ভাষণ দিয়েছেন।



মন্তব্য চালু নেই