‘নখ’ বড় রাখায় ৫ হাজার টাকা জরিমানা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে রোববার দিনব্যাপী খুলনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

অভিযানে ঢাকা হাজি বিরিয়ানির সেলসম্যানের হাতে বড় নখ রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা, মূল্য তালিকা প্রদর্শন না করা, ফুটপাত দখল করে নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে খুলনায় চার ব্যবসাপ্রতিষ্ঠানকে ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নগরীর ময়লাপোতা এলাকার মালেক ডিপার্টমেন্টাল স্টোরের ছাদ এবং দেয়াল ভাঙা, বৃষ্টিতে সহজেই পানি চলে আসে। এর ফলে দোকানে রাখা অনেক পণ্যই নষ্ট হয়ে যাচ্ছে।

এ ছাড়া মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান না থাকায় দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

মূল্য তালিকা প্রদর্শন না করায় আকবর ডিপার্টমেন্টাল শপকে ১৫ হাজার টাকা জরিমানা, উন্মুক্ত স্থানে ফুটপাত দখল করে নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে রাঁধুনি হোটেলকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্টরা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ প্রদান করে কারাদণ্ডের হাত থেকে রক্ষা পান।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম।



মন্তব্য চালু নেই