নগরবাসীর মুখোমুখি হলেন আনিসুল হক

ফেসবুকে ‌জনতার মুখোমুখি হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।

বৃহস্পতিবার ‘আমরা ঢাকা’ এর ফেসবুক পেজের মাধ্যমে ‘ফেসবুক লাইভ’-এ রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত থাকার কথা থাকলেও তিনি নির্দিষ্ট সময়ের পরও নগরবাসীর সঙ্গে মতবিনিময় করছেন।

রাত ৮টার পর থেকেই নগরবাসীর বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন মেয়র আনিসুল। এসময় নগরবাসীর বিস্তর অভিযোগ, সমস্যা, গঠনমূলক পরামর্শ ও প্রত্যাশার কথাও শুনেন তিনি।

দেশে কোনো জনপ্রতিনিধির ক্ষেত্রে এটাই হবে প্রথম জবাবদিহিমূলক ওয়েবকাস্টিং। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের ইতিবাচক ও সফল প্রয়োগকে নগরবাসীর সামনে তুলে ধরতেই এই উদ্যোগ নিয়েছেন মেয়র আনিসুল।

উল্লেখ্য, গত বছরের ৬ মে ঢাকা উত্তরের মেয়র হিসেবে শপথ নেন আনিসুল হক। আর আনুষ্ঠানিকভাবে দ্বায়িত্বভার বুঝে নেন ১৪ মে। আনিসুল হকের নির্বাচনী ইশতেহারে ছিল ‘সমস্যা চিহ্নিত, সমাধান যাত্রা’। তারই অংশ হিসেবে মেয়র হিসেবে দায়িত্ব পালনের এক বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন করেন তিনি। অনলাইন লাইভে মেয়র দায়িত্ব গ্রহণের এক বছরের অভিজ্ঞতা ভাগাভাগি করছেন নগরবাসীর সঙ্গে।



মন্তব্য চালু নেই