নগরবাসী প্রত্যেকেই মেয়র : সাঈদ খোকন

নগরের মেয়র শুধু একজন নয়, আমরা সবাই মেয়র। আসুন সবাই নিজ নিজ মেয়রের ভূমিকা পালন করি।

নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম আয়োজিত আসুন পরিচ্ছন্ন নগরী গড়ি শীর্ষক এক পরিচ্ছন্ন অভিযানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন এ কথা বলেন।

এসময় তিনি ১৪ ফ্রেবুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নগরীকে ভালোবেসে কর্মসূচি পালনেরও আহ্বান জানান।

মেয়র বলেন, ‘আমরা সুন্দর নগর নিশ্চিত করতে চায়। ভাবনা জগতের পরিবর্তন চায়। রাজনীতিতে সুস্থতা চায়। সমাজ ও পরিবার ব্যবস্থায় পরিবর্তন চায়।’

খোকন বলেন, ‘আমরা বারবার এগিয়ে গিয়েও আবার হতাশার মধ্যে পড়ি। যদি মনোবল ও নির্দিষ্ট লক্ষ্য ঠিক থাকে তাহলে পৃথিবীতে অসাধ্য বলে কিছু নাই। সেইদিন বেশি দূরে নয় যেদিন আমরা এভারেস্ট জয়ের মতো নগরীকে জয় করবো।’

সন্ধ্যা ৭টার গৃহস্থলি বর্জ্য সিটি করপোরেশনের নির্ধারিত স্থানে রাখার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ‘ঘর-বাড়ির চেয়ে বেশি প্রয়োজন আমাদের এ শহরের যত্ন নেয়া। আসুন আমরা ৭টার মধ্যে নির্দিষ্ট ডিনে ময়লা রাখি।’

আয়োজক ফোরামের সভাপতি ওফর ফারুকের সভাপতিত্বে আরো বক্তব্য দেন সিটি করপোরেশনের প্রধান কর্মকর্তা খান মো বিল্লাল, অভিনেতা আরফান ও ঈসানা, নিশাদ মজুমদার, অমিত ওসপাল প্রমুখ।



মন্তব্য চালু নেই