নছিমন-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্র নিহত,আহত ৩!

জাকারিয়া শেখ, গোপালগঞ্জ থেকেঃ গোপালগঞ্জে নছিমন ও মোটরসাইকেল এর মধ্যে মুখোমুখি সংঘর্ষে মিঠু মোল্যা ওরফে বাবু (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো তিনজন। আজ (০১ সেপ্টেম্বর) শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের কংশুর নামক এলাকায় এঘটনা ঘটে। আহতরা হলেন, সদর উপজেলার উলপুর গ্রামের গাউছ সরদারের ছেলে নুর ইসলাম সরদার (২২), কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের মশিউর রহমানের ছেলে অনিক (২০) ও ফরিদপুর জেলার বোয়ালমারি গ্রামের মহসিন মোল্যার ছেলে হুমাউন মোল্যা (৩০)। এদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মিঠু মোল্যা ওরফে বাবু সদর উপজেলার উলপুর গ্রামের সোহরাব মোল্যার ছেলে ও এম এইচ খান ডিগ্রি কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র। বৌলতলী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফরিদুল ইসলাম জানান, একটি মোটরসাইকেলে করে মিঠু মোল্যাসহ তিনজন উলপুর থেকে বৌলতলী যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি নছিমন এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মটরসাইকেল চালক মিঠু মোল্যা ওরফে বাবুসহ চারজন গুরতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মিঠু মোল্যাকে মৃত ঘোষনা করে।



মন্তব্য চালু নেই