নজরদারি বাড়াতে ট্রেনে ২০ হাজার সিসি ক্যামেরা বসাচ্ছে ভারত

চলন্ত ট্রেনে নিরাপত্তা ও নজরদারি বাড়াতে প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে ভারতের ২০ হাজার ট্রেনে সিসিটিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির রেলওয়ে কর্তৃপক্ষ। চলন্ত বাসে মেডিকেল শিক্ষার্থকে ধর্ষণ এবং হত্যার ঘটনার পর ২০১৩ সালে নারী উন্নয়নে গঠিত নির্ভয়া ফান্ড থেকে এ অর্থের যোগান দেয়া হবে।

সম্প্রতি রেলওয়ে কতৃপক্ষের পিএমও বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে আরো বলা হয়, নতুন লাইনের সংযোগ ও পুরোনো লাইন সংস্কার করা হবে। যাত্রীসেবার মান উন্নয়নসহ ওভারব্রিজ এবং আন্ডারব্রিজ সুবিধাও বাড়ানো হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।

নারী ও শিশু উন্নয়নের জন্য এই ফান্ডে ২ হাজার কোটি রুপি বরাদ্দ দেয় নারী ও শিশু মন্ত্রণালয়।

চেন্নাইয়ের ট্রেনগুলোতে ইতোমধ্যে কিছু ট্রেনে এই সেবা যু্ক্ত করা হয়েছে। দেশের বড় স্টেশনগুলোতেও এখন সিসিটিভি ক্যামেরা রয়েছে। তবে সব স্টেশনে এই সেবা চালু হলে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার হবে।



মন্তব্য চালু নেই