নজিপুর পৌরসভার ২১ কোটি ৯৫ লক্ষ ২০ হাজার টাকার বাজেট ঘোষণা

মোসা: শিউলি খাতুন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পত্নীতলা উপজেলা সদর নজিপুর পৌরসভার ২০১৬-১৭ অর্থ বছরের ২১ কোটি ৯৫ লক্ষ ২০ হাজার টাকা মাত্র বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার ২১ জুন বেলা ১১ টায় পৌর কার্যালয়ে বাজেট ঘোষণা করেন মেয়র মো: রেজাউল কবির চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন পৌর সচিব (ভারপ্রাপ্ত) ও সহকারী প্রকৌশলী মো: ফজলুল হক, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো: আব্দুল মজিদ, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আজাদ রহমান প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার ১,২,৩নং ওয়ার্ড কাউন্সিলর কল্যাণী রাণী ঘোষ, ৪,৫,৬নং ওয়ার্ড কাউন্সিলর মোসা: রাশিদা খাতুন, ৭,৮,৯নং ওয়ার্ড কাউন্সিলর মোসা: ফারজানা খাতুন, ১নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ, ২নং ওয়ার্ড কাউন্সিলর অরুণ কুমার পাল, ৪নং ওয়ার্ড কাউন্সিলর যুগল চন্দ্র দেবনাথ, ৫নং ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আপেল মাহমুদ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর ওবাইদুল ইসলাম, ৮নং ওয়ার্ড কাউন্সিলর বাচ্চু চন্দ্র সাহা, ৯নং ওয়ার্ড কাউন্সিলর সুকুমার দাস, নজিপুর প্রেস ক্লাব সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, সাংবাদিক টিপু সুলতান, স্মৃতি রাণী মহন্তসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্রা মিডিয়ার মোট ৯জন কর্মী এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

উক্ত বাজেটে শহর আলোকিত করণ, রাস্তা উন্নয়ন, ড্রেন-কালভার্ট নির্মাণ, পয়:নিষ্কাশন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, পৌর ভবন নির্মাণ, স্যানিটেশন, স্বাস্থ্য, পানি সরবরাহ, জন্ম নিবন্ধনসহ জনকল্যাণ মূলক কাজে অগ্রাধিকার দেওয়া হয়েছে।



মন্তব্য চালু নেই