নতুন গভর্নর ফজলে কবির

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হচ্ছেন প্রাক্তন অর্থসচিব ফজলে কবির। তিনি বর্তমানে সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার দুপুরে পদ্ম সেতুতে রেলওয়ে লাইন সংযোগসংক্রান্ত এক আন্তমন্ত্রণালয় বৈঠকে ঢোকার আগে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অর্থমন্ত্রী জানান, ফজলে কবির বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে অর্থমন্ত্রী তার সঙ্গে মোবাইলে কথা বলে তাকে গভর্নর নিয়োগের ব্যাপারটি চূড়ান্ত করেন। আগামী ১৮ মার্চ ফজলে কবির দেশে ফিরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব বুঝে নেবেন। এর আগে আজ মঙ্গলবারই তার নিয়োগ চূড়ান্ত হয়ে বিজ্ঞপ্তি জারি হতে পারে।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি ও এরপর গভর্নর ড. আতিউর রহমানের ভূমিকা নিয়ে আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করার কথা ছিল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের। তবে পরে সেটি বাতিল করা হয়। এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনা তদন্তে কমিটি গঠন করায় এবং আজ ড. আতিউর রহমান গভর্নরের পদ থেকে পদত্যাগ করায় সংবাদ সম্মেলনের প্রয়োজন নেই। তাই সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে।’



মন্তব্য চালু নেই