নতুন পেশায় ক্যামেরন

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন তার রাজনৈতিক জীবন শেষ করেছেন। এবার নতুন পেশায় যোগদানের পালা। তবে তা চাকরি নয় কিশোরদের নিয়ে কাজ করবেন সাবেক এ প্রধানমন্ত্রী।

এজন্য গঠন করতে যাচ্ছেন ন্যাশনাল সিটিজেন সার্ভিস (এনসিএস)। তার এই এনসিএসর লক্ষ্য হচ্ছে কমিউনিটি প্রকল্প ও দল গঠনে কিশোর বয়সীদের উপযুক্ত করে তোলা।
ক্যামেরনই হবেন এই এনসিএসর চেয়ারম্যান।

এদিকে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর গতমাসে নিজের সংসদীয় আসনও ছেড়ে দিয়েছেন তিনি।

টেলিগ্রাফে লেখা এক কলামে তিনি বলেছেন, এনসিএস গঠন তার একটি গৌরবময় অর্জন। এটা সামাজিক বিভেদ ভাঙতে সাহায্য করবে। কিশোরদের মধ্যে দীর্ঘ বন্ধুত্ব স্থাপন করবে। তাদের মধ্যে আত্মবিশ্বাস ও সৃজনশীলতা সৃষ্টি হবে। যা জীবনকে সমৃদ্ধ ও উন্নত করবে।

ক্যামেরন জানান, তিনি এনসিএস গঠনের পরিকল্পনা শুরু করেছিলেন ২০১১ সালে। এতে স্থান পাবে ১৫-১৭ বছর বয়সী কিশোর-কিশোরীরা। তাদের কমিউনিটিতে কাজ শুরু করার আগে একটি কোর্স করানো হবে।



মন্তব্য চালু নেই