নতুন বেল আউট চুক্তিতে পৌঁছেছে ইউরোপ

গ্রিসের ঋণ সঙ্কট সমাধানে সোমবার সর্বসম্মতভাবে একটি নতুন বেল আউট চুক্তিতে পৌঁছেছেন ইউরো জোনের নেতারা। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক এ খবর জানিয়েছেন।

সোমবার এক টুইটার বার্তায় তিনি জানিয়েছেন, গ্রিসের অর্থনৈতিক সংস্কার এবং আর্থিক সহায়তার ওপর আনীত একটি বেল আউট প্রস্তাবের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ওই প্রস্তাবটি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। ব্রাসেলসে ১৬ ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক শেষে ওই চুক্তিতে পৌঁছালেন ইউরো জোনের নেতারা।

ইউরোপের দাবি মেনে নিয়ে আগামী বুধবারের মধ্যে গ্রিক পার্লামেন্টে ইউরো জোনের গ্রহীত ওই প্রস্তাবটি পাস হবে বলে আশা করা হচ্ছে।



মন্তব্য চালু নেই