নতুন ২ ‍উইন্ডোজ ফোন আসছে ৩০ নভেম্বর

৩০ নভেম্বর বাজারে আসছে উইন্ডোজ প্রিমিয়াম স্মার্টফোন লুমিয়া ৯৫০ এবং লুমিয়া ৯৫০ এক্সএল। এই তথ্য নিশ্চিত করেছে উইন্ডোজ সেন্ট্রাল। সূত্র জানিয়েছে, এই ফোন দুইটি একসঙ্গে বাজারে ছাড়া হচ্ছে।

এ বছরের মাঝামাঝি সময়ে উইন্ডোজের নতুন ফোন দুইটি সম্পর্কে তথ্য পাওয়া যায়। সে সময় মাইক্রোসফট জানিয়েছিল ‘টকম্যান’ এবং ‘সিটিম্যান’ কোডনেমে ফোন দুইটি তৈরি করছে তারা। এর কিছুদিন পর জানা যায় টকম্যান এবং সিটিম্যান হচ্ছে লুমিয়া ৯৫০ এবং লুমিয়া ৯৫০ এক্সএল।

মাইক্রোসফটের এই নতুন ফোন দুইটি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে চলবে।

লুমিয়া ৯৫০ হ্যান্ডসেটটিতে থাকছে ৫.২ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ২৫৬০×১৪৪০ পিক্সেল। ডিসপ্লের পিক্সেলের ঘনত্ব ৫৬৪ পিপিআই। ফোনটিতে থাকছে ১.৮ হিহাহার্টজের স্ন্যাপড্রাগন ৬০৮ ৬৪ বিটের হেক্সাকোর প্রসেসর। ৩ জিবি র‌্যামের এই ফোনটিতে বিল্টইন মেমোরি থাকছে ৩২ জিবি। ফোনটিতে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ থাকছে।

অন্যদিকে লুমিয়া ৯৫০ এক্সএল ফোনটিতে থাকছে ৫.৭ ইঞ্চির আইপিএস ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ২৫৬০×১৪৪০ পিক্সেল। ৫১৮ পিপিআই পিক্সেল ডেনসিটি। ফোনটিতে আছে ৬৪ বিটের অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসর। ৩ জিবি র‌্যামের ফোনটির বিল্টইন মেমোরি ৩২ জিবি। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ আছে।

উভয় ফোনটির রিয়ার ক্যামেরা ২০ মেগাপিক্সেলের। রিয়ারে আছে এলইডি ফ্লাশগান। সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরায় ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে।

লুমিয়া ৯৫০ ফোনটির ব্যাটারি ৩০০০ মিলিঅ্যাম্পায়ারের। ৯৫০ এক্সএল ক্যামেরার ব্যাটারি ৩৩৪০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের।

ফোন দুইটির দরদাম সম্পর্কে এখনে ধারনা পাওয়া যায়নি।



মন্তব্য চালু নেই