নদীর বুকে ভাসমান ফুটবল মাঠ

থাইল্যান্ড বরাবরই ভ্রমণার্থীদের স্বর্গ রাজ্য৷ প্রতি বছরই এখানে ভ্রমণপিপাসুদের ভীড় লেগে থাকে। তবে চলতি বছর থাইল্যান্ডের ট্যুরিজম ইন্ডাস্ট্রি কিছুটা হলেও মুখ থুবড়ে পড়েছে বলেই জানা যাচ্ছে৷ শেষ কয়েক মাস যাবত ওদেশের রাজনৈতিক অস্থিরতাই তার একমাত্র কারণ৷

তবে থাইল্যান্ডের কো পানি দ্বীপে পর্যটকদের আকর্ষণ এখনও অটুট৷অসাধারন নৈসর্গিক দৃশ্যের পাশাপাশি ওখানকার এক অভিনব ফুটবল মাঠও পর্যটকদের টানছে৷ কো পানি দ্বীপের স্থানীয়রা মিলে সেখানে ৫০/৮০ ফুটের একটি ফুটবল পিচ বানিয়েছেন৷

এই ফুটবল পিচকে কেন্দ্র করে বিজ্ঞাপনও বানিয়েছে থাই সরকার৷ এমন কী, এখানে আসা প্রতিটি পর্যটকদেরই এই ফুটবল পিচে অন্তত একটিবার ফুটবল খেলার জন্য আবদার করছেন স্থানীয়রা৷ মনে করা হচ্ছে এই অভিনব ফুটবল পিচই পারবে থাইল্যান্ডকে আবারও ভ্রমর্ণাথীদের মনে জায়গা করে দিতে৷ সত্যি ফুটবলই পারে সব হিসেব মিলিয়ে দিতে।



মন্তব্য চালু নেই