নবজাতকের চুরি ঠেকাল ৯ বছরের শিশু

নবজাতক এক শিশুর চুরি ঠেকাতে সক্ষম হয়েছে নয় বছরের এক শিশু। সম্প্রতি জার্মানিতে এমনই এক ঘটনা ঘটেছে।

হামুবুর্গ পুলিশ জানায়, শুক্রবার দুপুরে ৩৪ বছর বয়সী এক জার্মান নারী হাসপাতালের কক্ষ থেকে এক নবজাতককে তুলে নেয়ার চেষ্টা করে। এই সময় নবজাতকটির মা ঘুমিয়ে ছিলেন। পরে শিশুটির নয় বছর বয়সী ভাই ওই নারীর পিছু নেয় এবং তার গতিরোধ করে দাঁড়ায়। বাধ্য হয়ে নবজাতকটিকে ওই শিশুর হাতে তুলে দেয় ওই নারী। পুলিশ ওই নারীকে গ্রেপ্তার করে মানসিক হাসপাতালে পাঠিয়েছে।

সোমবার উলফ আনড্র্যাক নামে পুলিশের এক মুখপাত্র জানায়, নয় বছরের শিশুটির জন্যই নবজাতকটিকে ফেরত পাওয়া সম্ভব হয়েছে। সূত্র: এনডিটিভি।



মন্তব্য চালু নেই