‘নমিনি নয়, টাকা পাবে উত্তরাধিকারী’

সঞ্চয়পত্রের অ্যাকাউন্টধারী মারা গেলে ওই সঞ্চয়ের টাকা নমিনির পরিবর্তে উত্তরাধিকারী পাবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

রোববার এক সিভিল রিভিশন আপিলের শুনানি নিয়ে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এম আই ফারুকী। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট নাজনীন নাহার।

আইনজীবী নাজনীন নাহার বলেন, এই রায়ের ফলে সঞ্চয়ের টাকা নমিনি উত্তোলন করতে পারবে। তবে টাকার মালিক হবে উত্তরাধিকারী।

তিনি আরো বলেন, আমার এক ক্লায়েন্টের বাবার বাংলাদেশ ব্যাংকে সঞ্চয় ছিল। ওই সঞ্চয়পত্রে নমিনি ছিলেন অন্য ব্যক্তি। ক্লায়েন্ট তার বাবা মারা যাওয়ার পর সঞ্চয়পত্রের টাকার অংশীদার হতে বাংলাদেশ ব্যাংকে সাকসেশন সার্টিফিকেট আনতে যান। কিন্তু তিনি সঞ্চয়পত্রের নমিনি না হওয়ায় সাকসেশন সার্টিফিকেট দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়।

পরে সঞ্চয়পত্রের উত্তরাধিকারী দাবি করে ঢাকার বিশেষ জজ আদালতে সিভিল মামলা করেন ওই ব্যক্তি। বিচারিক আদালত মামলা খারিজ করে দিলে হাইকোর্টে সিভিল আপিল দায়ের করা হয়।
রোববার আপিল মঞ্জুর করে সঞ্চয়পত্রের অ্যাকাউন্টধারী মারা গেলে ওই সঞ্চয়ের টাকা নমিনির পরিবর্তে উত্তরাধারী পাবে বলে রায় দেন হাইকোর্ট।



মন্তব্য চালু নেই