নর্থ ক্যারোলিনার শার্লটে জরুরী অবস্থা জারি

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় পুলিশ অফিসারেরর গুলিতে এক আফ্রিকান আমেরিকান নিহত হওয়ার পর দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও সংঘর্ষ অভ্যাহত রয়েছে। সংঘর্ষ প্রতিরোধ করতে অঙ্গরাজ্য জুড়ে জরুরী অবস্থা জারি করা হয়েছে। স্থানায় সময় বুধবার গভর্নল কার্যালয় থেকে জরুরী অবস্থা জারি করেন সিটি গভর্নর প্যাট ম্যাককোরি। তিনি বলেন, শার্লটের স্থানীয় পুলিশকে সহায়তা করবে ন্যাশনাল গার্ড সিকিউরিটি ও হাইওয়ে পুলিশ।

মঙ্গলবার রাতে নর্থ ক্যারোলাইনার চার্লটে একটি এ্যাপার্টমেন্টে অপরাধীর সন্ধানে গিয়ে গুলির ঘটনায় ৪৩ বছর বয়সী কেইথ ল্যামন্ট স্কট মারা যান। তিনি ৭ সন্তানের জনক। এই নিহতের ঘটনাকে কেন্দ্র করে শহর জুড়ে মঙ্গলবার থেকেই বিক্ষোভ করেছে শতশত মানুষ।
স্থানীয় প্রলিশ প্রধান কের পুটনি বলেন, নিহত স্কট সেদিন গাড়ি থেকে বের হয়েছিল বন্দুক হাতে। তার পরিবার এই অভিযোগ অস্বীকার করে বলেছেন স্কটের হাতে বন্দুক নয় বই ছিল।

ঘঈপুলিশ বলছে ঐ ঘটনার ভিডিও ফুটেজ তাদের কাছে আছে। তবে তা এখনো প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরেও এই ঘটনায় বিক্ষোভ হয়েছে। সূত্র: সিএনএন ও ভয়েস অব আমেরিক



মন্তব্য চালু নেই