নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ৩০

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় মাইদুগুরি শহরের কাছে অবস্থিত একটি মসজিদে বৃহস্পতিবার দুটি আত্মঘাতী হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বহু মানুষ। বৃহস্পতিবার সন্ধ্যায় নামাজরত মুসল্লিদের ওপর ওই হামলা চালানো হয়েছিল। জরুরি বিবাগের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

মুলাই শহরতলীতে অবস্থিত মসজিদটির ভেতরেই প্রথম হামলাটি চালানো হয়েছিল। সেসময় এক আত্মঘাতী মসজিদের ভেতরে বোমা বিস্ফোরণ করে। সেসময়ই মানুষ জন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দ্বিতীয় বোমা বিস্ফোরণ করা হয়।

ওই শহরটি প্রায়ই বোকো হারাম জঙ্গি গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়। জঙ্গিরা প্রায়ই শহরের বিভিন্ন স্থানে আত্মঘাতী হামলা চালিয়ে থাকে।

তবে কোনো জঙ্গি গোষ্ঠীই এখনও পর্যন্ত মাইদুগুরির ওই দুটি আত্মঘাতী হামলার দায় স্বীকার করেনি।

এর আগে মঙ্গলবার তিনটি বোমা হামলার ঘটনায় মাইদুগুরিতে কমপক্ষে চার জনের মৃত্যু হয়েছিল। এছাড়া গত মাসে আরো তিনটি বোমা হামলার ঘটনায় শহরটিতে বহু মানুষ প্রাণ হারিয়েছিল। তবে বৃহস্পতিবারের ওই আত্মঘাতী হামলার ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এবছরের জুলাইতে তিনটি আত্মঘাতী হামলা চালানো হয়েছিল। একটি হামলা চালানো হয়েছিল উত্তরাঞ্চলীয় গোম্বী শহরের একটি মসজিদকে লক্ষ্য করে। ওই হামলায় কমপক্ষে ৩৭ জন প্রাণ হারিয়েছিল।

এছাড়া ২০১৪ সালের মে মাসে কানো শহরের প্রধান মসজিদে হামলার ঘটনায় প্রায় ২ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিল। শুক্রবার জুম্মার নামায আদায়কারী মুসলিমদের ওপর ওই নৃশংস হামলা চালানো হয়েছিল।

নাইজেরিয়া এবং চাদে প্রায়ই মসজিদে এ ধরনের হামলা চালিয়ে থাকে বোকো হারাম জঙ্গি গোষ্ঠী।



মন্তব্য চালু নেই