নাক ডাকার অভ্যাসে “ক্যানসারে” আক্রান্ত হতে পারেন!

নাক ডাকা অত্যন্ত বিরক্তিকর অভ্যাস। এতে পাশে ঘুমিয়ে থাকা মানুষটি তো বিরক্ত হনই; পাশাপাশি এ নাক ডাকা হতে পারে বিপদের বড় কারণও। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, নাক ডাকার ফলে আমাদের টিউমার এবং ক্যানসার পর্যন্ত হতে পারে। পরীক্ষা করে দেখা গিয়েছে, নাক ডাকলে আমাদের শরীরের অনেক অংশে অক্সিজেনের চলাচল ঠিক মতো হতে পারে না। আর এই শরীরে অক্সিজেনের ঘাটতির জন্যই দেখা দিতে পারে ক্যানসার। তথ্য পাওয়া গিয়েছে, নাক ডাকার ফলে শরীরে ১০ সেকেন্ড পর্যন্ত অক্সিজেনের সরবরাহ থমকে যায়। এর ফলে শরীরে টিউমারের জন্ম হয়। আর তা ক্রমশ বেড়ে ক্যানসারে পরিণত হয়।



মন্তব্য চালু নেই