কলারোয়ার জয়নগর ইউপি’র প্রায় ১ কোটি ২১ লাখ টাকার বাজেট ঘোষণা

নাগরিক অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর : ফিরোজ আহম্মেদ স্বপন

সাতক্ষীরার কলারোয়ার ১নং জয়নগর ইউনিয়ন পরিষদের ১ কোটি ২০ লাখ, ৮৭ হাজার, ৯২৪ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার বিকেলে সরসকাটি বালিকা বিদ্যালয় চত্বরে বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ ফিরোজ আহম্মেদ’র সভাপতিত্বে সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

প্রধান অতিথি এসময় বলেন, সময় মতো কর পরিশোধ করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখুন। সেই সাথে ইউনিয়নবাসীকে সরকার প্রদত্ত বিভিন্ন সেবা বুঝে নেওয়ারও আহ্বান জানান তিনি। তিনি বলেন, প্রতিটি নাগরিকের যে নাগরিক অধিকার সেটি নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদার। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়ন আ.রীগের সভাপতি মাস্টার আজিজুর রহমান, সাধারণ সম্পাদক তাপস কুমার পাল, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান মালী, অবসর প্রাপ্ত শিক্ষক মাস্টার মোতালেব খান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা শামছুদ্দীন আল-মাসুদ বাবু,

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কেরালকাতা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বাবু, সমাজসেবক আব্দুল আলিম, উত্তরণের কর্মকর্তা আব্দুর সবুর খান প্রমুখ।



মন্তব্য চালু নেই