নাজিমের বন্ধু সোহেলকে খুঁজছে পুলিশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী নাজিম উদ্দিন সামাদকে কুপিয়ে হত্যার ঘটনায় তার সঙ্গে থাকা বন্ধু সোহেলকে খুঁজছে পুলিশ।

বৃহস্পতিবার সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহার সাথে কথা বলে এ তথ্য জানা যায়।

তিনি জানান, ‘হত্যাকাণ্ডের সময় সামাদের সাথে তার বন্ধু সোহেল ছিলেন। ক্লাস শেষে দুজন একসাথে বিশ্ববিদ্যালয় থেকে বাসায় ফিরছিলেন। রাত সোয়া ৮টার দিকে একরামপুর মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে চার থেকে পাঁচজন যুবক ধারালো অস্ত্র নিয়ে সামাদের ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে এবং গুলি করে ফেলে রেখে যায়। এসময় তার বন্ধু সোহেল কৌশলে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মোবাইলের কললিস্ট যাচাই-বাছাই করা হচ্ছে।’

ওসি আরো জানান, ‘দুই মাস আগে সিলেট থেকে ঢাকায় আসে নাজিম উদ্দিন। গেন্ডারিয়ার একটি ম্যাচে বন্ধুদের সঙ্গে থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে সান্ধ্যকালীন এলএলএমে কোর্সে পড়াশোনা করতেন।’

এদিকে সিলেটের কোনো দ্বন্দ্বে নাকি অন্য কোনো কারণে এ হত্যাকান্ড ঘটেছে কিনা সেটিও তদন্ত করে দেখছে পুলিশ। পুলিশের পাশাপাশি মহানগর গোয়েন্দা পুলিশ (পূর্ব) এ হত্যাকাণ্ডের ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছে।



মন্তব্য চালু নেই