নাটকীয় ম্যাচে জার্মানির জয়

২০১৬-ইউরো বাছাইপর্বে জয়ের ধারা ধরে রেখেছে জার্মানি। পাঁচ গোলের নাটকীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

সোমবার রাতে স্কটল্যান্ডের মাঠ গ্ল্যাসগোর হ্যাম্পডেন পার্কে ম্যাচের ১৮ মিনিটে টমাস মুলারের গোলে এগিয়ে যায় জার্মানি। তবে এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ উপভোগ করতে পারেনি জার্মানরা। ১০ মিনিট পরই ম্যাটস হামেলসের আত্মঘাতী গোলে সমতায় ফেরে স্বাগতিক স্কটল্যান্ড।

অবশ্য ৩৪ মিনিটে অতিথিদের আবার এগিয়ে দেন মুলার। হেডে গোলটি করেন বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড। কিন্তু প্রথমার্ধের নাটকীয়তার যে তখনো বাকি! ৪৩ মিনিটে আবার সমতায় ফেরে স্কটল্যান্ড। ডান পায়ের জোরালো শটে স্কোরলাইন ২-২ করেন স্বাগতিক মিডফিল্ডার জেমস ম্যাকআর্থার।

দ্বিতীয়ার্ধের নবম মিনিটে ফের এগিয়ে যায় জার্মানি। এই গোলেও অবদান রাখেন প্রথম দুই গোলদাতা মুলার। তার বাড়ানো বলে লক্ষ্যভেদ করেন বরুসিয়া ডর্টমুন্ডের মিডফিল্ডার ইকাই গুন্ডোগান। তার ওই গোলেই শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে অতিথিরা।

এই জয়ে আট ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে আছে জার্মানি। ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পোল্যান্ড।



মন্তব্য চালু নেই