নাবালিকা মেয়েকে বিয়ে দেয়ার অভিযোগ মায়ের জেল

ময়মনসিংহ প্রতিনিধি: জেলার মুক্তাগাছায় ষষ্ঠ শ্রেনীর ছাত্রীকে বিয়ে দেয়ার অভিযোগে কুলসুম বেগম নামের এক নারীকে এক মাসের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকালে আদালত এই নির্দেশ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. উম্মে আফছারী জহুরা এ দণ্ডাদেশ দেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, শহরের মনিরামবাড়ি এলাকার বাসিন্দা মজিবুর রহমান ও তার স্ত্রী কুলসুম বেগম তাদের মেয়ে ষষ্ঠ শ্রেনীর ছাত্রীর (১৩) বিয়ে ঠিক করেন জামালপুর সদর উপজেলার বাসিন্দা এক ছেলের সঙ্গে। গতকাল রবিবার দুপুরে বিয়ের আয়োজন করা হয়। নাবালিকা মেয়েকে বিয়ে দেয়া হচ্ছে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বর, কনে মাদ্রাসা ছাত্রী ও মেয়ের মা কুলসুমকে আটক করে থানায় নিয়ে আসে ।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. উম্মে আফছারী জহুরার আদালতে হাজির করা হলে আদালত কুলছুমকে এক মাসের কারাদণ্ড দিয়ে জেলে প্রেরণের নির্দেশ দেন ।



মন্তব্য চালু নেই