নামাজে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেন টাইগার ক্রিকেটার দাস

জাতীয় দলের সাবেক ক্রিকেটার বিকাশ রঞ্জন দাসের কথা কেই বা মনে রেখেছে। ১০ই নভেম্বর ২০০০ সাল। প্রথম টেস্ট খেলে বাংলাদেশ।

গোটা বাংলাদেশের প্রতিনিধি হয়ে অভিষেক টেস্ট খেলতে মাঠে নামেন ১১ জন ক্রিকেটার। বাংলাদেশের প্রথম টেস্টে অভিষেক হয় ১৮ বছর বয়সী এই পেসারের । অভিষেকে ৬৪ রানে একটি উইকেটও নিয়েছিলেন তিনি।

সেই বিকাশ রঞ্জন দাস এখন মাহমুদুল হাসান রানা। ইসলাম গ্রহণের গল্প বললেন তিনি। এ নিয়ে প্রশ্ন করাতেই তিনি বলেন-

অবশ্যই, কেন যাবে না, আমার ছোটবেলা থেকেই কাউকে নামাজ পড়তে দেখলে খুব ভালো লাগতো। আমি অনেক দিন শুক্রবারে মসজিদে গিয়ে নামাজ পড়েছি। এরপর যখন আস্তে আস্তে বড় হতে থাকলাম তখন আমি নামাজের প্রতি আরো আসক্ত হলাম।

অনেক বন্ধুকে বলতাম আমাকে যেন নামাজ পড়া শেখায়। সবাই হাসতো। আমি কিন্তু খুব সিরিয়াস ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতে আমি বুয়েটের মসজিদে গিয়েও ফজরের নামাজ পড়েছি।

এরপর মনে হলো আমিতো কোনো পাপ করছি না। তাই ২০০৪ সালে কাগজে-কলমে ইসলাম ধর্ম গ্রহণ করি। স্ত্রী নিশাত জাহান ছেলে মোহাম্মদ আয়ান বিন হাসান ও মেয়ে আয়াত বিনতে হাসানকে নিয়ে ভালো আছি।-মানব জমিন



মন্তব্য চালু নেই