‘নারীদের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নারীদের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। এজন্যই বর্তমান শেখ হাসিনার সরকার নারীদের ‍উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ফরিদপুরে পল্লী প্রগতি সহায়ক সমিতির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। শনিবার দুপুরে ফরিদপুর শহরতলীর কোমরপুরের সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এলজিআরডি মন্ত্রী বলেন, নারীদের পাশাপাশি দেশের চরাঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে আমরা সুনির্দিষ্ট কর্মসূচি হাতে নিয়েছি।

পল্লী প্রগতি সহায়ক সমিতির নির্বাহী পরিচালক অলিয়ার রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুর করীম, উপ-ব্যবস্থাপনা পরিচালক গোলাম তৌহিদসহ সমিতির কর্মকর্তারা।

পরে মন্ত্রী সমিতির সেরা তিনজন মাঠকর্মীর মাঝে সনদ বিতরণ করেন।



মন্তব্য চালু নেই